কর্নহার থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কর্নহার থানার উদ্যোগে আজ (১৫ ডিসেম্বর ২০১৯) রবিবার স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সূধী সমাজ, শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়।
দুপুর ২.০০টায় কর্নহার থানা এলাকায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
কর্নহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আনোয়ার অালী তুহিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কাশিয়াডাঙ্গা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ হাতেম আলী, অতিথি হিসেবে ছিলেন কাশিয়াডাঙ্গা জোনের(এডিসি) মোঃ তানভীর হোসেন।
ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে বক্তরা বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী আলোচনা করা হয়। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনা হয়।
এসময় কাশিয়াডাঙ্গা জোনের ডিসি,এডিসি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণসহ প্রায় ২০০-৫০০ জন লোক উপস্থিত ছিলেন।