রাজশাহী সংবাদ
আদালতের নির্দেশে রাজশাহীতে সেই জুয়া খেলার ঘরটি সিলগালা করলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে ১৬ জুয়াড়ীকে আটকের ঘটনায় এবার সেই জুয়া খেলার ঘরটি ৫ মাসের জন্য সিলগালা করার নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত।
আজ বুধবার সকালে এ আদেশের একটি কপি পৌঁছায় মতিহার থানা ওসি’র নিকট।
আদালতের নির্দেশে অনুযায়ী আজ বুধবার সকাল ১০ টার দিকে নগরীর মতিহার থানাধিন মির্জাপুর পূর্বপাড়া এলাকার ওয়াজ নবি ওরফে কালুর ছেলে সুমনের বাড়ি’র নিচতলার একটি ঘর সিলগালা করেন মতিহার থানার এসআই টিএম সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন, রাসিক ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় গর্ণমান্য ব্যক্তিবর্গ।
এর আগে গত (১২ ডিসেম্বর) বুধবার দিবাগ রাতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে জুয়া খেলার ৪ সেট কার্ড ও নগদ ৮,৪০০ টাকাসহ হাতে-নাতে ১৬ জুয়াড়ী আটক করে মতিহার থানার (ওসি) তদন্ত ওলিউর রহমান, সেকেন্ড অফিসার এসআই টিএম সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স।
পরে (১৩ ডিসেম্বর) বৃহস্পতিবার আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনের ৪ধারায় মামলা রুজু বিজ্ঞ আদালতে সোপর্দ করা করা হয়।