সারাদেশ

পিকআপচাপায় স্কুলশিক্ষিকা মা ও মেয়ে নিহত

চলমান ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপচাপায় সিএসজি চালিত অটোরিকশায় থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার পৌনে ৯টার দিকে উপজেলার মজুমদারহাট এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিরওয়ারিশপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার মেয়ে নিধি (০২)।

বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর-রশিদ চৌধুরী জানান, অটোরিকশাটি চৌমুহনী থেকে আপানিয়ায় যাচ্ছিল। পৌনে ৯টার দিকে উপজেলার মজুমদারহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে স্কুল শিক্ষিকাপলি রানী ও তার মেয়েসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button