সংবাদ সারাদেশস্লাইডার

বগুড়ার সড়ক দুর্ঘটনায় নিহত সংখ্যা বেড়ে হয়েছে ৮

বগুড়া প্রতিনিধিঃ
 

শেরপুরে বুধবার তিনটি সড়ক দুর্ঘটনায় হতাহত বেড়ে ৩০ হয়েছে। এরমধ্যে নিহত ৮ ও আহতের সংখ্যা ২২ জন।

নিহতরা হলেন- নীলফামারীর জল ঢাকা উপজেলার মঞ্জুরুল ইসলাম, মোহাম্মাদ আলী, রাকিব হাসান, মো. সাজু, সাদ্দাম হোসেন, মুদুল হোসেন। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

শেরপুর থানা ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর পৌনে ১২ টায় ওই উপজেলার ঘোগাবটতলায় রংপুরগামী লবণবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী লাব্বাইক পরিবহনের সংঘর্ষ হয়। এতে ট্রাক উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পাঁচটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

হাইওয়ে পুলিশ নন্দীগ্রামের কুন্দারহাট ফাঁড়ি ইনচার্জ ইয়ামুন উদ দৌলা জানান, ভোর পাঁচটায় একই উপজেলার মহিপুর-জামতলা এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইয়ামুন উদ দৌলা আরো জানান, বিকেল ৪টায় শেরপুরের ধনকুণ্ডি পেন্টাগন হোটেলের সামনে লরি-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোচালক নিহত ও পাঁচজন আহত হয়। তাদেরও শহীদ জিয়াউর রহমান  হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাগেছে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button