সংবাদ সারাদেশ

জানুয়ারিতে আসবে করোনার ভ্যাকসিন, স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ চলমান ডেস্কঃ

আশা করি ২০২১ সালের জানুয়ারির শেষের দিকে করোনার ভ্যাকসিন আনতে পারব। জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

কোনো কারণে দেরি হলেও ফেব্রুয়ারির মাঝামাঝি অবশ্যই ভ্যাকসিন আনতে সক্ষম হবো। এক্ষেত্রে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের গৃহীত পদক্ষেপ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। 

বুধবার দুপুরে মানিকঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনার কারণে বড় বড় দেশে স্থবিরতা দেখা দিলেও আমাদের দেশে সবকিছু ঠিকঠাক চলছে। অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ এবং ৭ শতাংশ পিছিয়েছে ভারত। বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরছে বলেই আমরা ৫ শতাংশ এগিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. এএইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহাম্মদ আক্তারুজ্জামান, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত ডিসি মো. মনিরুজ্জামান প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button