সংবাদ সারাদেশসারাদেশ

৯১ বস্তা ভারতীয় চা-পাতাসহ দুই জন গ্রেফতার

সংবাদ চলমান ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে চার হাজার কেজি ভারতীয় চা-পাতাসহ দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।

গ্রেফতাররা হলেন, জেলার চুনারুঘাটের দক্ষিণ দেওরগাছ গ্রামের রমিজ আলীর ছেলে রতন মিয়া ও কালসিড়ি গ্রামের আলী হোসেনের ছেলে তাহের মিয়া।

শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ এসপির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সিলেট সিআইডি’র বিশেষ এসপি মো. এনামুল কবির।

তিনি জানান, শুক্রবার ভোরে চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের পাকা রাস্তায় আমদানী নিষিদ্ধ ভারতীয় চা পাতা বোঝাই দুটি পিকআপ আটক করে সিআইডি পুলিশ। এ সময় পিকআপ থেকে ৯১ বস্তায় ৩ হাজার ৯১৩ কেজি চা পাতা উদ্ধার করা হয়। উদ্ধার করা চা পাতার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চা পাতা চোরাচালানের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

হবিগঞ্জ সিআইডি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, রতন ও তাহেরকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button