সংবাদ সারাদেশসারাদেশ

হোটেলে অসামাজিক কাজে ধরা খেলেন ১০ যুবক-যুবতী

সংবাদ চলমান ডেস্ক: ফরিদপুর শহরের দুটি আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ১০ যুবক-যুবতীকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে এ রায় দেন আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ও তানিয়া আক্তার। এর আগে শহরের পার্ক প্যালেস ও গুলশান প্যালেস আবাসিক হোটেল থেকে ওই যুবক-যুবতীদের আটক করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান বলেন, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কাজ চলছে। এমন সংবাদের ভিত্তিতে পার্ক প্যালেস ও গুলশান প্যালেস নামের দুটি আবাসিক হোটেল থেকে ১০ যুবক-যুবতীকে আটক করি। এরপর অসামাজিক কাজের অভিযোগে আটক প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড দেয়া হয়। অসামাজিক কাজ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button