সংবাদ সারাদেশ

স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলায় ২ দিনের রিমান্ডে স্ত্রী

সংবাদ চলমান ডেস্কঃ

হত্যা করার উদ্দেশ্যে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার মামলায় গ্রেপ্তার স্ত্রী ফাতেমা আক্তার সুমাকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালত এই আদেশ দেন।

শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে আসামি ফাতেমা আক্তার সুমাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার উপপরিদর্শক অমোল কৃষ্ণ দে। এরপর আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে আসামি ফাতেমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়,  মামলার বাদীর ছোট ভাই ভুক্তভোগী সামিউল স্টিলের প্লেনসিটের দোকানে চাকরি করেন। সে তার বেতনের টাকা স্ত্রী ফাতেমার কাছে জমা রাখতেন। গত ৯ নভেম্বর সামিউল কেরানীগঞ্জের বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হলে আসামি ফাতেমা তাকে ফোন দিয়ে জানায়, সে বঙ্গবাজার কেনাকাটা করে পীর ইয়ামেনি মার্কেটের সামনে যাবে। সেখানে ভুক্তভোগী সামিউলকে তার জমানো টাকা দিবে।

এরপর ভুক্তভোগী সামিউল সেই টাকা নেয়ার জন্য পীর ইয়ামেনি মার্কেটের সামনে যায়। তখন আসামি তাকে বলেন, রাস্তায় বসে তো পাঁচ লাখ টাকা দেয়া ঠিক হবে না। এরপর ভুক্তভোগী সামিউলকে আসামি ফাতেমা পীর ইয়ামেনি মার্কেটের আবাসিক হোটেলে নিয়ে যায়। এসময় ভুক্তভোগী সামিউলকে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে। তারপর তাকে হত্যার উদ্দেশ্যে পুরুষাঙ্গ কেটে ফেলে। এসময় আসামি ফাতেমা ভুক্তভোগী সামিউলকে বিষয়টি গোপন রাখতে হুমকি দেয়। 

গতকাল মঙ্গলবার ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর আসামি ফাতেমা আক্তার সুমাকে গ্রেফতার করে পুলিশ বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button