সংবাদ সারাদেশসারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে বাবা খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টাকা না পেয়ে ছুরিকাঘাতে বাবাকে খুন করেছেন ছেলে। ঘটনার পর স্ত্রীসহ পালিয়ে গেছেন অভিযুক্ত মনির হোসেন। নিহতের নাম মগল মিয়া (৫৫) একই এলাকার নবী হোসেনের ছেলে। রোববার ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন মগল। এক মাস আগে দেশে ফিরেন তিনি। তার ২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে, সবার বড় মনির। কিন্তু কোনো কাজ করতেন না। তার বিরুদ্ধে মাদকসেবন ও একাধিক বিয়ের অভিযোগও রয়েছে। বিভিন্ন দোকান কিংবা মানুষের কাছে তার অনেক ঋণ রয়েছে। তাই বাবার কাছ থেকে নিয়মিত টাকা চাইতেন। শনিবার ঢাকায় গিয়ে ফের বাড়ি আসেন মনির।

স্বজনরা বলেন, রোববার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগল। এর কিছুক্ষণ পর বাবার কাছে টাকা চান মনির। বাবা টাকা না দেওয়ায় মনির উচ্চস্বরে চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বাবার বুকে ছুরিকাঘাত করেন তিনি। পরে গুরুতর অবস্থায় মগলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার (ওসি) আসলাম হোসাইন জানান, ঘটনার পর মনির ও তার স্ত্রী পালিয়ে যান। তাদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button