সংবাদ সারাদেশসারাদেশ

শ্রীপুরে দুই পরিবারের সংঘর্ষে নিহত এক শিশু

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিষয়ে গ্রাম্য সালিশে ইউপি সদস্যের উপস্থিতিতে মারধরের ঘটনায় দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত শিশু ফাতিমা উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের আ. সাত্তারের মেয়ে। আহতরা হলেন, লিয়াকত আলীর ছেলে আ. সাত্তার এবং সাত্তারের স্ত্রী কুলসুম।

ভুক্তভোগী সাত্তারের বাবা লিয়াকত আলী বলেন, আমার চাচাতো ভাই লাল মিয়ার সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এটি নিয়ে ১০ বছর আগে আদালতে মামলা হয়েছে। আদালতে মামলা চলমান অবস্থায় তারা জোরপূর্বক গ্রাম্য সালিশের ব্যবস্থা করেছেন। সালিশে স্থানীয় দুই ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা করেন। তখন আমার ছেলে আব্দুস সাত্তার, পুত্রবধূ কুলসুম ও দুই বছরের শিশু নাতনি ফাতিহা গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শিশু ফাতেমা মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য মমিনুল কাদের বলেন, দুই পক্ষের লোকজন নিয়ে সালিশে কথাবার্তা হচ্ছিল। একপর্যায়ে লাল মিয়ার পরিবার লিয়াকত আলীর পরিবারের ওপরে হামলা করেন। এতে তিন জন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button