ঢাকা

ঢাকায় মাদক বিরোধী অভিযানে আটক ৩৫

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানী ঢাকায় মাদক বিরোধী অভিযানে ৩৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিক্রি এবং সেবনের অপরাধে তাদের আটক করেন পুলিশ।

গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, আসামীদের কাছ থেকে দুই হাজার ৫২৮ পিস ইয়াবা, ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং ১০৫ গ্রাম (২০ পুরিয়া হেরোইন) জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button