সংবাদ সারাদেশ

শরীয়তপুরে দুই মুখওয়ালা বাছুরের জন্ম

সংবাদ চলমান ডেস্কঃ

গতকাল শনিবার সকালে শরীয়তপুর সদর উপজেলায় একটি শংকর জাতের গাভি দুই মুখওয়ালা একটি বাছুর প্রসব করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উপজেলার চিতলীয়া ইউপির মজুমদার কান্দি গ্রামে আজাহার সরদারের বাড়িতে এই বাছুরের জন্ম হয়।

জানা গেছে, আজাহার সরদারের শনিবার দুই মুখ ওয়ালা ফ্রিজিয়ান একটি সাদা কালো রংয়ের বাছুর প্রসব করেছে। এ গাভিটি গত ৯ মাস আগে কৃত্রিম প্রজনের মাধ্যমে শংকর জাতের গাভিটি গর্ভধারণ করেছিল। তবে স্বাভাবিক ভাবে দুটো কান ও দুটো চোখ রয়েছে। বাছুরের সবকিছুই সচল আছে। হাঁটতে পারে মায়ের দুধ খাচ্ছে।

আজাহার সরদার বলেন, গাভিটি স্বাভাবিক নিয়মে বাচ্চা প্রসব করেছে। বাছুরের দুই মুখ । এ ছাড়া সবই ঠিক আছে। দুখ খেতে পারে। হাঁটতে চলতে পারে। গাভীতে ৭/৮ কেজি দুধ দেয়।

শরীয়তপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার রায় বলেন, বিষয়টি শুনেছি। জিনগত কারণে এটা হতে পারে। পূর্বের অভিজ্ঞতায় বলছি এ ধরনের বাছুর বেশি দিন জীবিত থাকে না। তার পরও বাছুর ভাল আছে। যথারীতি খোঁজ খবর রাখছি বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button