সংবাদ সারাদেশ

যেই পাঁচ খাবারেই গলবে পেটের চর্বি

চলমান হেলথ্ ডেস্কঃ

আমাদের দৈনদিন জীবনে অনেক শরীরের ওজন বা পেটের চর্বি কমানো নিয়ে ব্যস্ত থাকে,তবে মোটেও ওজন বা পেটের চর্বি কমানো সহজ ব্যাপার নয়। তবে সঠিক খাদ্যজ্ঞান এবং পরিমিত খাবার গ্রহণে এটি সহজ হতে পারে।

বিশেষ করে অনিয়মিত জীবযাত্রা, খাদ্যাভ্যাস, হরমোনজনিতসহ বিভিন্ন কারণে পেটে চর্বি হতে পারে। তবে বেশ কিছু খাবার রয়েছে যেগুলো নিয়মিত খেলে দ্রুত চর্বি কমতে শুরু করবে। চলুন তবে জেনে নেয়া যাক খাবারগুলো সম্পর্কে-

> ডিম যেভাবেই খাওয়া হোক না কেনো এটা কোলিনের ভালো উৎস। যা পেটের চর্বি কমাতে কার্যকর ভূমিকা রাখে।

> প্রোটিনের ভালো উৎস হওয়ার পাশাপাশি চর্বি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঠবাদাম। প্রতিদিন এক ১০ থেকে ১২টি কাঠ বাদাম খেলে ওজন কমায় এবং বিপাক বৃদ্ধি করে।

> রান্নায় নারিকেল তেল ব্যবহার খাবারকে মজাদার করার পাশপাশি পেটের চর্বি কমাতেও সহায়তা করে।

> উচ্চ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। যা কোষের ক্ষয় দূর করতে সহায়তা করে। প্রতিদিন বড় এক কাপ গ্রিন টি পান করলে বিপাক বাড়ায় ও চর্বি কমাতে সহায়তা করে।

> লেবুর পানি শরীরের জন্য খুবই উপকারী। আর হজম প্রক্রিয়া উন্নত করতে, শক্তি বাড়াতে ও মনোযোগ বৃদ্ধি করতে পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। প্রতিদিন লেবুর পানি পান করলে সারাদিন পেট ভরা অনুভূতি দিতেও সহায়তা করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button