সংবাদ সারাদেশসারাদেশ

মুন্সীগঞ্জে সাড়ে ৭ ঘণ্টায়ও নেভেনি সুপারবোর্ড কারখানার আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ার টি কে গ্রুপের মালিকানাধীন সুপারবোর্ড কারখানার আগুন সাড়ে ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

আজ রোববার (২৪) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি এলাকায় অবস্থিত সুপারবোর্ড কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন নেভাতে গিয়ে ১ জন আনসার সদস্য সহ ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত অপর ৬জন ঐ কারখানার কর্মরত শ্রমিক। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাত ৮টার দিকে এ বিষয়ে ফায়ার ফাইটার আনিসুর রহমান বলেন, গজারিয়ার সুপারবোর্ড কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠানটির কর্মীরা রোববার দুপুরে দিকে আগুন দেখতে পান। প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নেভানোর কাজ শুরু করে।

গজারিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা রিফাত মল্লিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ শুরু করি। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরো ৮টি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতিরও পরিমাণ জানা যায়নি। তবে, বেশ কয়েক জন আহত হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button