সংবাদ সারাদেশসারাদেশ

ভিক্ষুকের কাছে রেখে যাওয়া সেই নবজাতকের ঠাঁই হয়েছে ডিসি পত্নীর কোলে

সংবাদ চলমান ডেস্ক: ভিক্ষুকের কাছে রেখে যাওয়া সেই নবজাতক কন্যার ঠাঁই হয়েছে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের পত্নীর কোলে।

বৃহস্পতিবার জেলা প্রশাসক মো সারওয়ার মুর্শেদ চৌধুরী ও তার স্ত্রী সুমনা আনোয়ার ভৈরবে গিয়ে ভৈরবের ইউএনওর তত্ত্বাবধানে রাখা শিশুটিকে দত্তক হিসেবে গ্রহণ করবেন।

এর আগে সোমবার জেলা প্রশাসককে শিশুটিকে দত্তক হিসেবে গ্রহণের আদেশ প্রদান করেন কিশোরগঞ্জের ২নং জিআর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী। জেলা প্রশাসকের শিশুটির অভিভাবকত্ব গ্রহণের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

গত শুক্রবার রাত ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভিক্ষাবৃত্তিতে লিপ্ত ফাতেমা নামে এক নারীর নিকট নবজাতককে রেখে বাথরুমে যাবার কথা বলে অদৃশ্য হয়ে যায় অপর এক নারী। কিন্তু দীর্ঘ সময় পরেও সেই নারী আর ফিরে আসেনি। পরে ঐ ভিক্ষুক উপায়ন্তর না দেখে পাশের এক ফার্মেসিতে নিয়ে যায় শিশুটিকে। পরে বিষয়টি ইউএনও ও থানাকে জানানো হলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি ভৈরবের ইউএনও লুবনা জাহানের তত্ত্বাবধানে রয়েছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী শিশুটিকে দত্তক হিসেবে গ্রহণের কথা স্বীকার করেন। উল্লেখ্য, ডিসি-দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button