সংবাদ সারাদেশসারাদেশ

বীরত্বপূর্ণ এবং সেবা মূলক কাজে সম্মাননা পদক পেলেন ৮৫র‍্যাব সদস্য

নিজস্ব প্রতিবেদকঃ

বীরত্বপূর্ণ এবং সেবা মূলক কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের বিশেষায়িত বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ৮৫ সদস্য পেলেন র‌্যাব মহা পরিচালক সম্মাননা পদক।  

সোমবার দুপুরে র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং র‌্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে সংস্থাটির মহা পরিচালকের দরবার অনুষ্ঠানে সদস্যদের এই পদক তুলে দেওয়া হয়েছে।

রাজধানীর কুর্মিটোলা র‌্যাব সদর দফতরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আয়োজিত এক অনুষ্ঠানে চলতি বছর বিশেষ সম্মাননা (সাহসিকতা) ৩৫ জন এবং বিশেষ সম্মান (সেবা) পুরস্কার পেয়েছেন ৫০ র‌্যাব সদস্যগণ।

অনুষ্ঠানে র‌্যাব সদস্যদের আভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পদক পরিয়ে দেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। 

এ বছর প্রথম বারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য র‌্যাব মহাপরিচালক পদক পেয়েছে ডগ স্কোয়াডের কুকুর ‘চিতা’। গত ৭ই মার্চ রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে র‌্যাবের অন্য সদস্যের পাশাপাশি র‌্যাব ডগ স্কোয়াডের ৩টি টিম সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন।

উদ্ধার কাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত কুকুর ‘চিতা’ ৩জন ব্যক্তির মৃত দেহের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছিল। এই বীরত্বপূর্ণ কাজের জন্য র‌্যাব মহা পরিচালক বিশেষ সম্মাননা (বীরত্বপূর্ণ) পদকে ভূষিত হলেন চিতা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button