রাজশাহীর শালবাগানে চুরি,ছিনতাই, মাদক,সন্ত্রাস নির্মূলে ব্যবসায়ী পরিষদ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী নগরীর শালবাগান পাওয়ার হাউজ মোড়ে দোকান মালিক ও বণিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ সমাবেশ। সমাজ থেকে চুরি, মাদক ও সন্ত্রাস নির্মূলের প্রত্যয়ে আয়োজিত এই সমাবেশে ব্যবসায়ী সমাজের ঐক্য ও দায়িত্বশীলতার ওপর জোর দেওয়া হয়।
আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) মীর মো. শাফিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী মাসুদ। পাওয়ার হাউজ মোড় দোকান মালিক ও বণিক সমিতির নব নির্বাচিত কমিটির
সভাপতি খাজা তারেক (সিজার)
সহ-সভাপতি আলী আক্কাছ মোল্লা, এনায়েত হোসেন,
সাধারণ সম্পাদক: মো. মামুন।
সহ-সাধারণ সম্পাদক: মো. মোস্তাফিজুর রহমান (হিরু)।
সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান (পলাশ) কোষাধক্ষ্য ওয়াহেদ আলী
দপ্তর সম্পাদক কাওসার মাহমুদ সুমন ও খোরশেদ আলম খোকন, সহ কমিটির সকল সদস্য ও স্থানীয় সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সমাবেশে উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণ ও ব্যবসায়ীদের এগিয়ে আসলেই সমাজ থেকে মাদক ও চুরি নির্মূল সম্ভব। পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে তবে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।
উক্ত সমাবেশে সভাপতি খাজা তারেক (সিজার) তার বক্তব্যে বলেন, সমাজ থেকে চুরি মাদক ও সন্ত্রাস নির্মূল করা আমাদের অগ্রাধিকার। সমিতি ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং প্রয়োজনে এক কভাবে এগিয়ে আসবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চলবো।
এই সমাবেশে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ জানান, চুরি, ছিনতাই,সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকদ্রব্য নির্মূল করার লক্ষ্যে প্রশাসন কঠোর ভূমিকা রাখবে এবং সুনির্দিষ্ট তথ্য পেলেন তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সমাবেশে ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ব্যবসায়ী সমাজ আরও ঐক্যবদ্ধ হবে। একই সঙ্গে এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে সমিতি।এবং নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মামুন এই সমাবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে ধন্যবাদ জানিয়ে এ সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।




