সংবাদ সারাদেশ

বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড একাদশে ভর্তির সময়

সংবাদ চলমান ডেস্কঃ

আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত মঙ্গলবার এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলেন।

একাদশ শ্রেণিতে ভর্তির সময় আগে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারণ করা ছিল। এখন সেটা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারির এই করোনার  কারণে স্বাস্থ্য বিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের কাছ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশাংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র জমা বা গ্রহণের প্রয়োজন নেই। একই কারণে আগের নির্ধারিত ভর্তির সময় ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৭ সেপ্টেম্বরর পর্যন্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোভিড-১৯ মহামারির উন্নতি হলে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশাংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করতে বলা হলো। এছাড়া কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রামাণ্য সনদ দাখিল সাপেক্ষে ভর্তি হতে হবে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button