সংবাদ সারাদেশসারাদেশ

বন্দিদের হাতে স্মার্টফোন, কারাগার যেন উন্মুক্ত

সংবাদ চলমান ডেস্ক :বিডিআর পিলখানা হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মজিবর রহমান কেন্দ্রীয় কারাগারের মধুমতি সেলে বন্দি আছেন দীর্ঘদিন ধরে। কারাবিধি অনুযায়ী ১৫ দিনে একবার তিনি আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তার সুযোগ পাবেন। এর বাইরে কোনোভাবেই তার এ ধরনের যোগাযোগের সুযোগ নেই।

কিন্তু হচ্ছে উল্টো। মজিবর নিয়মিতই তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন মোবাইল ফোনে। দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে কথাবার্তা বলছেন তিনি। ফোনালাপে নিজের জামিনের প্রক্রিয়া থেকে শুরু করে পিলখানা বিদ্রোহের আদ্যোপান্তের বর্ণনাসহ কোনো আলাপই বাদ যাচ্ছে না। কারাগার থেকে বন্দিদের ফোনালাপ সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এতে কারাবন্দিদের মোবাইল ফোন ব্যবহারের ভয়াবহ চিত্র উঠে আসে।

কলেজ কমিটি করতে কারাগারে ফোন : অভিযোগ রয়েছে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র রাজনীতির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ বেশ পুরনো। শীর্ষ সন্ত্রাসীরাই নাকি এ কলেজের জন্য পছন্দের ছাত্রনেতা নির্বাচন করে থাকেন। এ অভিযোগের সত্যতা মেলে ২৬ নভেম্বর একটি ফোনকলের সূত্র ধরে।

এদিন রাত পৌনে ৯টায় বেলাল নামের জনৈক যুবক কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী আক্তারকে ফোন করেন নেতা নির্বাচনে তদবিরের জন্য। তিনি একটি রাজনৈতিক দলের তিতুমীর কলেজ শাখা কমিটিতে পছন্দের প্রার্থীকে সেক্রেটারি পদ দেয়ার সুপারিশ করেন। শীর্ষ সন্ত্রাসী আক্তার ও জনৈক বেলালের মধ্যে ফোনালাপের নম্বরটি হল-০১৬৮৫৯২১৬৫৯ এবং ০১৭৭৩৩৬১৯৩৮। যুগান্তর থেকে দুটি নম্বরে কল করা হলে একটি বন্ধ পাওয়া যায়। অপরটি ধরেন বেলাল।

তিনি বলেন, ‘আমি তিতুমীর কলেজের সাবেক ছাত্র। এখন ব্যবসা করি। কারাগারে আক্তার ভাইয়ের কাছে ফোন করেছিলাম একটা সুপারিশ করতে। তিনি বলেন, ‘কলেজের একটি ছাত্র সংগঠনের কমিটিতে আমরা ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক দেখতে চাই। আক্তার ভাইকে বিষয়টা দেখার জন্য বলেছি। কারণ ভাই (আক্তার) কারাগারে থাকলেও তার সঙ্গে বহু লোকজনের চেনাজানা আছে। তিনি সহায়তা করলে আমাদের প্রার্থীকে নেতা বানানো সহজ হবে।’

সূত্র জানায়, শুধু নেতা নির্বাচন নয়। বন্দি থাকলেও বাইরের জগতের সঙ্গে আক্তারের ঘনিষ্ঠ যোগাযোগ। কারাগার থেকেই তিনি রাজধানীর নিকেতন আবাসিক এলাকায় নিজের ডিশলাইনের ব্যবসাও দেখভাল করেন। মুক্ত ব্যবসায়ীর মতো নিজের প্রতিষ্ঠানের ল্যান্ডফোনে (০২৯৮৯৩৪৮৮) তার সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

বকেয়া আদায় থেকে শুরু করে ব্যবসার যাবতীয় দিকনির্দেশনা মোবাইল ফোনেই দিচ্ছেন তিনি। এমনকি কারাগারে আক্তারের স্মার্টফোনে ইন্টারনেট সংযোগও আছে। ২৬ নভেম্বর নিজের ব্যবসা প্রতিষ্ঠানের এক কর্মীকে ফোন করে বকেয়া আদায়ের তাগাদা দিয়ে আক্তার বলেন, ‘৪৭টি বকেয়া বিলের মধ্যে ৪১টা পাইছি। বাকি ৬টা বিল এখনও পাইনি। এসব বিল কারা দেয়নি জলদি তাদের নাম বের কর। সবগুলো বিলের ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দে।’

ডিবি সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী আক্তার চাঞ্চল্যকর অ্যাডভোকেট হাবিব মণ্ডল হত্যা মামলার আসামি হিসেবে কারাবন্দি। এক সময় শীর্ষ সন্ত্রাসী লম্বু সেলিমের সহযোগী ছিলেন আক্তার। মহাখালী সাততলা বস্তি ঘিরে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চলত। বর্তমানে নাখালপাড়ার কাজলের মাধ্যমে তিনি রাজধানীর নিকেতনসহ কয়েকটি এলাকায় ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। সন্ত্রাসী আক্তার বর্তমানে কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী সেলের ৪ তলার ৮ নম্বর রুমে বন্দি আছেন।

সূত্র জানায়, বন্দিদের অনেকের ফোনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেনও হচ্ছে। অনেকের ফোনে বিকাশ ও রকেট অ্যাকাউন্ট রয়েছে। বেশ কয়েকজন বন্দির ফোনালাপে এর প্রমাণও মেলে। যেমন ১৮ নভেম্বর দুপুরে এক কারাবন্দিকে ০১৭০৬২১৩৮৯৩ নম্বরে ফোন করে কারাগারের ভেতর বিকাশে টাকা পাঠান জনৈক এ্যানি। বলেন, ‘দেখা তো খরচসহ ১০ হাজার টাকা পাঠাইছি। পাইছ কিনা। পাইলে একটা মিস কল দিও।’ ১০ মিনিট পরই এ্যানিকে কল ব্যাক করে বন্দি বলেন, ‘টাকা পাইছি, লাস্ট নম্বর ৩০৩।’

ফোনালাপে জামিন প্রসঙ্গ : ১৯ নভেম্বর পৌনে ৯টায় এক বন্দিকে তার স্ত্রী ০১৩০৮৬৬৩০৩৬ ফোন করে বলেন, ‘কোর্টে আসবেন না। বন্দি বলেন, এসে কি করব। যা হবার তাই হবে।’ স্ত্রী বলেন, ‘দেলোয়ার ভাই মাসে চারবার বাহির হইছে। ৬০ হাজার টাকা লাগছে। আর আপনি একবারও বাইর হইতে পারছেন না।’ বন্দি বলেন, ‘এসব কথা আমারে বইলা লাভ নাই। চেষ্টা করতাছি।’

আরেক ফোনালাপে ফারুকী নামের এক কয়েদিকে তার স্ত্রী শামীমা ০১৯৪৪৩০৩০৩০ নম্বর থেকে ফোন করে বলেন, ‘তোমার জামিন হয়ে গেছে। এইমাত্র হইল। এখন আমি আদালতের বারান্দায় বসে আছি।’ জামিনের সুখবর পেয়ে ফারুকী তার স্ত্রীকে ফোনালাপের বিষয়ে সাবধান করে দিয়ে বলেন, ‘আমি যে ভেতর (কারাগার) থেকে বাইরে কথাবার্তা বলি তা কারও কাছে বলবা না। আমি এখন সূর্যমুখীতে (কেরানীগঞ্জ কারাগারের সেল) আছি। আর সালাউদ্দিনের স্ত্রীকে এই নম্বরটায় ০১৭১৬৯৮০৩৫১ বিকাশে ৫ হাজার টাকা পাঠায়া দিতে বল।’

অপর এক বন্দি ২৬ নভেম্বর কারাগার থেকে ০১৭০৮৪৪৮৫৭০ নম্বরে ফোন করে তার এক সহযোগীকে বলেন, ‘মনিরের সাথে কথা কইসো। অপরপ্রান্ত থেকে বলা হয়- বলছি, কিন্তু মনির ভুল ইনফরমেশন দিছে। আমাদের শুনানি হয় নাই। তার মানে আজকে তারা কোনো ব্যবস্থা করতে পারে নাই।’ আরেক বন্দি ০১৬৪৪৪৬৭৭১০ নম্বরে ফোন করে বলেন, ‘খাওন-দাওন নিয়া আসতেছ না। অপর পক্ষ বলেন, ‘সবই নিয়া আসতাছি। ওই বিশেষ জিনিসটাও নিয়া আসতাছি।’

১৯ নভেম্বর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সূর্যমূখী সেলের ৪র্থ তলার ৮ নম্বর রুম থেকে জনৈক বন্দি ০১৮১৯২১৭১২১ নম্বরে ফোন করে বলেন, ‘মঞ্জু নাকি জাতীয় পার্টিতে যোগ দিয়েছে। কেন সেই এই কাম করল। এইটা খারাপ কাজ করছে।’

জেলে বসে নির্ভয়ে চাঁদাবাজি : জেলখানায় বন্দিজীবনে নানা অসুবিধার মধ্যেও মোবাইল ফোনের কল্যাণে চাঁদাবাজির সুবিধা ব্যাপক। কারণ আগে থেকে বন্দি থাকায় নতুন করে গ্রেফতারের ভয় নেই। দেখা যায়, কারাগারে বন্দি শীর্ষ সন্ত্রাসী বাপ্পি প্রায় প্রতিদিনই চাঁদা চেয়ে নানা শ্রেণি-পেশার মানুষকে ফোন করেন।

একাধিক ভুক্তভোগীর সঙ্গে যুগান্তরের অনুসন্ধান টিমের যোগাযোগ হয়। দেখা যায়, নভেম্বর মাসেই শতাধিক ব্যক্তিকে ফোন করে চাঁদা চেয়েছেন বাপ্পি। ২৬ নভেম্বর তিনি তার এক সহযোগীর মোবাইল নম্বরে ০১৭২৫৭৭৯৮৭৭ ফোন করে বলেন, ‘আমার হাতে ফোন আর বেশিক্ষণ থাকবে না। কাইল (২৭ নভেম্বর) আমি কোর্টে যাব একা। তাকে বইলা দিও, একটা বোরকা পরে আদালতের বারান্দায় এসে আমার সাথে ৫ মিনিট যেন কথা বলে। আমার বেল হতে ৬-৭ লাখ টাকা লাগবে। আমার সমস্যাটা বড়। ডিবি’র একটা ভেজাল (মামলা) ছিল। ১২-১৩ দিন গায়েব করে রাখছিল।’

কেন্দ্রীয় কারাগারের যমুনা সেলের ৬-এর ৫-এ বন্দি আছেন বাপ্পি। সেখান থেকে তিনি বাইরের জগতে বেপরোয়া চাঁদাবাজি চালাচ্ছেন।

কারাগার থেকে মাদক ব্যবসা ফোনে : কারাগারে বসে দীর্ঘদিন ধরে জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। বন্দি অবস্থাতেও নির্বিঘ্নে তাদের মাদক ব্যবসা চলছে। খোদ কারা কর্মকর্তাদের একটি অংশ মাদক ব্যবসায়ীদের নানাভাবে আশ্রয়-প্রশ্রয় দেন বলে অভিযোগ রয়েছে।

বন্দিদের কথোপকথন থেকে জানা যায়, ২৯ নভেম্বর জনৈক মাদক ব্যবসায়ী কারাগার থেকেই গাঁজার চালানের অর্ডার দেন। তিনি তার এক সহযোগীকে বলেন, ‘০১৮৮৩৯৩৭৭৭৯ নম্বরে মমিনের স্ত্রীর নম্বরে ১০ হাজার টাকা পাঠাও। ৩০ প্যাকেট গাঁজা কচটেপ দিয়ে মুড়িয়ে ৩টার সময় সুমনের কাছে পাঠিয়ে দিও।’

সূত্র বলছে, বাইরে থেকে কারাগারের কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেলেও ভেতরের অবস্থা ভিন্ন। নিরাপত্তা কড়াকড়ি অনেকটাই লোক দেখানো। এ কারণে বন্দিদের সব থেকে সুরিক্ষত সেলেও পৌঁছে যাচ্ছে মাদক ও মোবাইল ফোন। এমনকি কারা অভ্যন্তরে মোবাইল ফোন ও বিকাশের বাণিজ্য চলছে জমজমাটভাবে।

কারাগার থেকে বাইরে কথা বলতে হলে প্রতি মিনিট ১০ টাকা লাগে। আর বিকাশে প্রতি হাজারে খরচ ২শ’ টাকা। অর্থাৎ কারাগারে ১ হাজার টাকা পাঠালে ৮শ’ টাকা পান বন্দি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা যুগান্তরকে বলেন, বেশির ভাগ ফোন দিনে বন্ধ থাকে। কিন্তু রাত গভীর হলে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল হয়ে আসে। তখন মোবাইল ফোনগুলো সক্রিয় হয়। তাছাড়া কারা অভ্যন্তরে সক্রিয় সংযোগগুলোর বেশির ভাগই একমুখী। অর্থাৎ ইনকামিং বন্ধ। ভেতর থেকে শুধু কল আসে।

বাইরে থেকে কল করা যায় না। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে অবৈধ যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে কারাগার থেকে চাঁদাবাজি, খুনের নির্দেশ ও আধিপত্য বিস্তার করছেন বন্দি সন্ত্রাসীরা।

বন্দিদের ফ্রিস্টাইল মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কারা অধিদফতরের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ডিআইজি প্রিজন টিপু সুলতান মঙ্গলবার তার কার্যালয়ে বলেন, ‘বন্দিদের মোবাইল ফোনের অবৈধ ব্যবহারের অভিযোগটি খতিয়ে দেখা হবে। এটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কারাগারে যে কোনো অনিয়ম রোধে আমরা শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করছি।’

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button