সংবাদ সারাদেশসারাদেশ

বঙ্গবন্ধু দেশের উন্নয়নে রাজনীতি করেছেন: শিল্পমন্ত্রী

সংবাদ চলমান ডেস্ক: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বঙ্গবন্ধু নিজের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেননি,দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পিতার পথ অনুসরণ করে দেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করছেন।

শনিবার সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল মজিদ বলেন, বঙ্গবন্ধুর অঙ্গীকার অথনৈতিক মুক্তি। আর সেটা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মানুষের কষ্টগুলো বুঝতে পারে। তাই তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদরের এমপি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- নরসিংদী ২ পলাশের আসনের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ, শিবপুর-৩ আসনের এমপি জহিরুল হক ভুইয়া মোহন, কেন্দ্রীয় তাঁতী লীগের সভাপতি শওকত আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাউছার, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া,নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভুইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জমান কামরুল, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button