সংবাদ সারাদেশসারাদেশ

ফেসবুকে প্রশ্নফাঁস, ভুয়া বোর্ড কর্মকর্তা আটক

সংবাদ চলমান ডেস্ক: জামালপুরে ফেসবুকে এসএসসি ও বিভিন্ন পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস ও শিক্ষাবোর্ডের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে র‍্যাব।

আটক মো. রাশেদুল ইসলাম রিফাত সরিষাবাড়ী উপজেলার রামপুরের আবুল কালাম আজাদের ছেলে।

বৃহস্পতিবার রাতে নিজ গ্রাম থেকে তাকে আটক করেছে র‍্যাবের সাইবার ক্রাইম ইউনিট।

র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। এ সময় একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক রাশেদুল ২০১৮ সাল থেকে ফেসবুকে অসংখ্য ফেক আইডি খুলে জেএসসি, এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস, পরীক্ষার ফলাফল পরিবর্তনসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি নিজেকে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডের কম্পিউটার বিভাগের পরিচালক পরিচয় দিতেন।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, রাশেদুলের ফেসবুক আইডিতে প্রশ্নফাঁস ও ফলাফল পরিবর্তন সংক্রান্ত অসংখ্য ফেক আইডি, গ্রুপ ও পেজের সন্ধান পাওয়া গেছে। তিনি সাইবার অপরাধ চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মামলা করে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button