সংবাদ সারাদেশসারাদেশস্লাইডার

ভ্যানে সন্তান প্রসব দুঃখ প্রকাশ করলেন ডিসি

সংবাদ চলমান ডেস্কঃ

পেটে ব্যথা নিয়ে ছুটে যায় সাতক্ষীরা সদর হাসপাতালের গেটে  চিকিৎসা না পেয়ে ভ্যানের উপর সন্তান প্রসবকারীর বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডিসি এস.এম মোস্তফা কামাল।

মঙ্গলবার সকালে ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন ডিসি। এ সময় তিনি হতদরিদ্র ওই পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেন। একইসঙ্গে নবজাতকের জন্য শিশুখাদ্য এবং তার মায়ের জন্য পুষ্টি সহযোগী খাবার ক্রয় করার জন্য খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষে অর্থ সহায়তাও প্রদান করেন।

এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ওই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, বিষয়টি খতিয়ে দেখার জন্য সাতক্ষীরার এডিসি (সার্বিক) মো. বদিউজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন ডিসি।

অপরদিকে, সাতক্ষীরার সিভিল সার্জন সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. এহেছান আরা এ্যানীকে প্রধান করে তিন সদস্যের আরো একটি  তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য সাতক্ষীরার ডিসি মঙ্গলবার এক জরুবি সভা আহ্বান করেছেন বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button