সংবাদ সারাদেশ

নিহত এএসপি আনিসুল করিমের স্ত্রীকে চাকরি দেয়ার আশ্বাস

সংবাদ চলমান ডেস্কঃ

মানসিক চিকিৎসা নিতে গিয়ে মাইন্ড এইড হাসপাতাল কর্মীদের মারধরে নিহত হয় সিনিয়র এএসপি আনিসুল করিম।এই ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের বরুদা এলাকায় নিহত আনিসুল করিমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।ও তার স্ত্রীকে সম্মানজনক চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এ সময় ডিআইজি হাবিবুর রহমান বলেন, পুলিশের নিজস্ব কোনো মানসিক হাসপাতাল নেই। তিনি একজন সরকারি কর্মকর্তা। সরকারি হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা না পাওয়ায়-বেসরকারি প্রতিষ্ঠানে গিয়েছিলেন আনিসুল।

এর আগে সিনিয়র এএসপি আনিসুলের পরিবারের সদস্যদের বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়।

পরে নিহত সিনিয়র এএসপির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাইল করিম, জিএমপি কমিশনার খন্দকার লুৎফুর কবিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button