সংবাদ সারাদেশসারাদেশ

কামাল হত্যা মামলায় বাবা ছেলের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে গাংনীতে ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলায় আলমগীর হোসেন এবং তার ছেলে আব্দুল মালেক কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ,অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলমগীর হোসেন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আব্দুল মালেকের ছেলে ও আব্দুল মালেক একই গ্রামের আব্দুস সামাদের ছেলে।

জানা গেছে , জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৫ মে আলমগীর হোসেনের নেতৃত্বে তার লোকজন ষোলটাকা গ্রামের কফিল উদ্দিনের বাড়িতে ঢুকে নিহত কামালের চাচা রাফাতুল ইসলামকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। বাড়িতে হামলা হচ্ছে খবর পেয়ে ষোলটাকা ইউপির তৎকালীন সদস্য কামাল হোসেন জোড় পুকুরিয়া থেকে মোটর সাইকেলে বাড়ি ফির ছিলেন। কামাল হোসেন আব্দুল মালেকের বাড়ির সামনে এসে পৌঁছালে আব্দুল মালেকের নির্দেশে তাকে প্রকাশ্যে দিবালোকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়ে ছিলো। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রকাশ্যে দিবালোকে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কামালের ভাতিজা ফারুক হোসেন বাদী হয়ে আলমগীর হোসেন, আব্দুল মালেক, সবতুল্যাহ বিশ্বাস, রাফাতুল্যাহ বিশ্বাস, আব্দুল গনি, মাজেদুল হক, মাজহারুল ইসলাম, রাজু বিশ্বাস, শহিদুল ইসলাম এবং তমিরকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে । এ মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে ছিলেন । এতে আসামি আলমগীর হোসেন ও আব্দুল মালেক দোষী সাব্যস্ত হলে আদালত তাদের কে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন । মামলার অপর আসামি সবতুল্যাহ বিশ্বাস, রাফাতুল্যাহ বিশ্বাস, আব্দুল গনি, মাজেদুল হক, মাজহারুল ইসলাম, রাজু বিশ্বাস, শহিদুল ইসলাম এবং তমিরের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামি পক্ষে এ কে এম শফিকুল আলম কৌশলী ছিলেন বলেও জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button