সংবাদ সারাদেশ

দুলা ভাইয়ের শ্লীলতাহানির শিকার হয়ে শ্যালিকার আত্মহত্যা

সংবাদ চলমান ডেস্কঃ

দুলা ভাইয়ের শ্লীলতাহানির শিকার হয়ে ঝিনাইদহের শৈলকূপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উলফাত আরা তিন্নীর মৃত্যুর ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন নিহত তিন্নীর মা হালিমা বেগম। পরে পুলিশ চার আসামিকে গ্রেফতার করেছে।

নিহত উলফাত আরা তিন্নী ওই উপজেলার শেখপাড়ার ইউসুফ আলীর মেয়ে। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স শেষ করেছেন।

বৃহস্পতিবার রাতে তিন্নীর বড় বোন মিন্নির সাবেক স্বামী একই গ্রামের জামিরুল বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুর ও তিন্নীর শ্লীলতাহানি করে। রাত ১২টার দিকে নিজের ঘরের সিলিং ফ্যানে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, বড় বোনের সাবেক স্বামীর হাতে শ্লীলতাহানির শিকার হয়ে লজ্জায় তিন্নী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শৈলকূপা থানার পরিদর্শন (তদন্ত) মহসিন হোসেন জানান, তিন্নীর মৃত্যুতে আট জনের নাম উল্লেখসহ আরো  ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার মা হালিমা বেগম। পরে অভিযান চালিয়ে শেখপাড়ার আমিরুল, নাইম ও লাবিবসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি জামিরুল এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button