সংবাদ সারাদেশসারাদেশ

তামাক চাষে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়া মিরপুরের তামাক চাষীরা

ধুমপান স্ব্যস্থের জন্য ক্ষতিকর জানার পরেও এ ফসল চাষের দিকে ঝুকে পড়েছে মিরপুরের তামাক চাষীরা, গত মৌসুমে মিরপুর উপজেলাতে ৭ হাজার ৩৯৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল। চলতি মৌসুমে সেইটা কমে দাড়িয়েছে ৬ হাজার ৩০৫ হেক্টরে।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি প্রণোদনা সরাসরি কৃষকদের হাতে তুলে দিতে পেরেছি আনন্দঘন পরিবেশে, যার কারনে শতঃস্ফুত ভাবে রবিশস্য চাষে কৃষকেরা আগ্রহী হয়েছে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে সার্বক্ষনিক কৃষি কর্মকর্তারা  কৃষকদেরকে পরামর্শ  প্রদান করছে। যে কারনেই এবার রোব মৌসুমে তামাক চাষ কমে রবি শষ্য বেশী হচ্ছে। কুষ্টিয়া, মিরপুর ও দৌলতপুর উপজেলায় তামাক চাষ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। 

চাষীরা বলছেন, টোব্যাকো কোম্পানী গুলো তাদেরকে নগদ অর্থসহ সার, বীজ, কীটনাশক সরবরাহসহ অধিক মুল্যে তামাক ক্রয়ের নিশ্চতা প্রদান করায় তারা তামাক চাষে ঝুকে পড়েছিল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button