সংবাদ সারাদেশসারাদেশ

ট্রাকাচাপায় শিক্ষকসহ ২জন নিহত

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে চালক সহ পাঁচজন।  

সোমবার বেলা ১১ টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার শিবপুর ইউপির উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম। অপর জন হলেন উপজেলার রাখালবুরুজ ইউপির পলাশবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে রশিদুল ইসলাম রুবেল। তিনি স্থানীয় সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক ) হাসপাতালে নিলে চিকিৎসক রুবেলকে মৃত্যু ঘোষণা করে।

আহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের লাল মিয়া, পচারিয়া গ্রামের আফজাল হোসেন, হাবিবপুর গ্রামের এনামুল হক, খিরিবাড়ী গ্রামের মানিক মিয়া, কলাকাটা হামচাপুর শাহ আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোচাশহর বাজার থেকে ছয় জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা গোবিন্দগঞ্জ পৌর শহরে আসছিলেন। পথে সোনারপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি ( তদন্ত ) বুলবুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button