সংবাদ সারাদেশসারাদেশ

চিরঘুমে সাংবাদিক গাফফার চৌধুরী

সংবাদ চলমান ডেস্কঃ

মারা গেলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী ।গতকাল (১৮ মে) স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেব্রুয়ারি’ গানের এই রচয়িতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুর এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়। আব্দুল গাফফার চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য” ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশাল জেলার জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন এই কলাম লেখক।

তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা মোসাম্মৎ জহুরা খাতুন। তিন ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী।

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মডেল প্রেসক্লাব।

এক শোক বিবৃতিতে রাজশাহী মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, রাফিকুর রহমান লালু, ও সাধারন সম্পাদক ইমদাদুল হক সহ সকল সদস্য বৃন্দ মরহুম সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button