সংবাদ সারাদেশস্লাইডার

চর্বির লোভেই ডলফিনকে হত্যা করা হলো

সংবাদ চলমান ডেস্কঃ

দেশে করোনার কারণে দেড় মাসের বেশি সময় ধরে সব ধরনের কল-কারখানা বন্ধ থাকায় অনেকটাই কমে এসেছে হালদা নদীর দূষণ। এই কারণে নদীতে বিচরণ বেড়েছে ডলফিনের। দামি চর্বির লোভে চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যার অভিযোগ উঠেছে বলে জানা গেছে।

আড়াই বছরে ২৪টি ডলফিনের মরদেহ নদীর পাশ থেকে উদ্ধার করা হয়েছে। সম্প্রতি চর্বি সংগ্রহের জন্য একটি ডলফিনকে পরিকল্পিতভাবে হত্যা করে সংঘবদ্ধ একটি চক্র।

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত আড়াই বছরে হালদা নদীতে ২৪টি ডলফিনের মৃত্যু হয়েছে। সবশেষ গত ৮ মে কেটে ক্ষত-বিক্ষত করে হত্যা করা হয়েছে একটি ডলফিনকে।

হালদা নদী রক্ষক কমিটির  সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ইজ্ঞিনচালিত নৌযান, বালুবাহী ড্রেজারের আঘাতে একের পর এক ২৩টি ডলফিনের মৃত্যু হয়েছে। তবে সবশেষ ৫২ কেজি ওজনের ডলফিনটিকে চর্বি সংগ্রহের উদ্দেশে সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে হত্যা করা করা হয়েছে বলে জানিয়েছেন।

ইউএনও রুহুল আমিন জানান, হালদায় যাতে আর কোনোভাবেই ডলফিনের প্রাণহানির ঘটনা না ঘটে সেই জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button