সংবাদ সারাদেশসারাদেশ

চট্টগ্রামে একসঙ্গে ছয় সন্তানের মৃত্যু 

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের ফটিকছড়িতে একইসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। নবজাতকগুলো জন্ম নেয়ার সময় তাদের বয়স ছিল মাত্র ছয় মাস। ফলে জন্মের দেড় ঘণ্টার মধ্যেই মারা গেছে সবাই।

তবে সুস্থ আছেন মৃত নবজাতকদের মা তসলিমা আক্তার। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাজিরহাট বেসরকারি সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ওই ছয় শিশুর জন্ম দেন তসলিমা আক্তার।

জন্ম নেয়া ৬ নবজাতকের মধ্যে ৪ জন ছেলে ও ২ জন কন্যা সন্তান। মা তসলিমা আক্তার উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্ত্রী। জাহাঙ্গীর আলম মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি হন ওই নারী। সন্ধ্যায় নরমাল ডেলিভারির মাধ্যমে ৬ নবজাতক জন্ম দেন তিনি। এরমধ্যে ৪ ছেলে ও ২ মেয়ে ছিল। জন্ম নেয়ার দেড় ঘণ্টার মধ্যেই মারা যায় তারা। 

ওই হাসপাতালের আবাসিক গাইনি চিকিৎসক ফাতেমা তুজ জোহরা জানান, আমার কাছে যখন ওই নারী এসেছিলেন, তখন তার ১৩ সপ্তাহ চলছিল।

নিয়মিত আমার চেকআপেই ছিলেন তিনি। নবজাতকগুলো জন্ম নেয়ার সময় তাদের বয়স ছিল মাত্র ছয় মাস। তাই তারা দুর্বল ছিল। তবুও প্রাণপণে চেষ্টা করেছি তাদের বাঁচাতে, কিন্তু পারিনি। তবে সুস্থ আছেন তাদের মা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button