নাটোরসারাদেশ

নর্থ বেঙ্গল সুগার মিলে ৮৮তম মাড়াই মৌসুমের উদ্বোধন

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

রাষ্ট্রায়ত্ত ৬ টি মিল বন্ধের সিদ্ধান্তের পর শুক্রবার ১১ ডিসেম্বর নর্থ বেঙ্গল সুগার মিলের চলতি মৌসুমের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। গত ২০ নভেম্বর মাড়াই শুরুর কথা থাকলেও সরকারি নির্দেশনা না পাওয়ায় সিদ্ধান্ত নিতে পারেননি মিল কর্তৃপক্ষ। অতিবৃষ্টির কারণে এমনিতেই চলতি মৌসুমে আখের ফলন অনেক কম হয়েছে।

তার ওপর দেরিতে মাড়াই মৌসুম শুরু হওয়ায় এবার আরো লোকসানের মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন আখ চাষিরা। এছাড়া ৪২০টি অবৈধ পাওয়ার ক্রাশারে আখ মাড়াই করা হলেও সেগুলো বন্ধে অন্যান্য বারের মতো এবার কোন পদক্ষেপ নেননি মিল কর্তৃপক্ষ। গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শহীদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি ছিলেন পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন আহমেদ, কর্পোরেশেনের যন্ত্র কৌশল ব্যবস্থাপক সালমান ফারসী, মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাউসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আখ চাষী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সুকুমার সরকার প্রমূখ।

মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির জানান, একশ চৌদ্দ কর্মদিবসে চলতি মৌসুমে প্রায় ২৬ হাজার ৫০ একর জমিতে আখ উৎপানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬৮ হাজার মেট্রিক টন। এর মধ্যে ১ লাখ ৮২ হাজার মেট্রিক টন ও বন্ধ ঘোষিত পাবনা সুগার মিলের ৩২ হাজার মেট্রিক টন নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৬ হাজার ৫০ মেট্রিক টন। চিনি আহরনের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ।

তিনি আরো জানান, আখের দাম বাড়লেও চিনির মূল্য অপরিবর্তিত থাকায় প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে। ফলে ভর্তুকি দিয়ে গত মৌসুমে চাষীদের আখের মূল্য পরিশোধ করা হয়েছে। তবে অন্যান্য মিলের শ্রমিক কর্মচারির বেতন ৪-৫ মাস বাঁকী থাকলেও আমাদের আছে দুই মাস। গত মৌসুমের অবিক্রিত চিনির পরিমান পাঁচ হাজার ৪শ ৭৪ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা। এছাড়াও রয়েছে প্রায় ১ হাজার ১শ মেট্রিক টন চিটাগুড়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button