সংবাদ সারাদেশস্লাইডার

করোনা নিয়ে কোনো ধরনের গুজব ছড়ালে ব্যবস্থা গ্রহন

সংবাদ চলমান ডেস্কঃ

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

এ সংক্রান্তে থানার ওসিদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার সিএমপি কমিশনার বলেন, করোনাভাইরাস নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন। অনেকে আবার তা শেয়ার করছেন। আমরা প্রত্যেকের ওপর নজর রাখছি। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, গুজব প্রচারকারী যেই হোক, ছাড় দেয়া হবে না। এরমধ্যে থানা পুলিশকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশের একটি টিম গুজব প্রচারকারীদের আইডি ও অবস্থান শনাক্তে কাজ করছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে।

এর আগে শনিবার বিকেলে করোনাভাইরাসে মৃত্যুর মিথ্যা তথ্য সম্বলিত ৩৫ সেকেন্ডের একটি অডিও ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অপরাধে ইফতেখার আদনান নামে এক চিকিৎসককে আটক করে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button