সংবাদ সারাদেশ

আদালতে দুই শিশুর কান্না,বাবা-মাকে ফেরত নিতে

সংবাদ চলমান ডেস্কঃ

তুচ্ছ বিষয় নিয়ে পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন দুই শিশু। মা-বাবাকে কারাগার থেকে বাড়ি নিয়ে যেতে প্রতিবেশীর হাত ধরে রাজধানীর সিজেএম আদালতে আসে আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে ৩ বছরের টুম্পা।

জানা গেছে, দুই শিশুর নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও তার স্বামী তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেন। আর এ মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশুদের বাবা-মা। সেই থেকে শিশুদের দেখার কেউ নেই।

বংশালের নিজ বাসার প্রতিবেশীদের ঘরেই আশ্রয় নিয়েছে দুই শিশু। তাদের হাত ধরেই ২ ভাই বোন বাবা-মায়ের জামিনের জন্য বিচারক মো. মামুনুর রশিদের আদালতে আসে। কিন্তু এদিন দুই শিশুটির বাবা-মাকে জামিন দেননি বিচারক। উল্টো শিশুরা আদালতের ভেতরে কান্না করায়, দায়িত্বরত এক পুলিশ সদস্যকে শোকজ করেছে আদালত। 

এ মামলার আইনজীবী ইসমাইল হোসেন পাটোয়ারী জানান, দুই শিশুর বাবা-মায়ের জামিন না হওয়ায় তাদের ভবিষ্যত অনিশ্চিত। স্বজনদের কেউ কাছে না থাকায় প্রতিবেশীদের কাছে দুধের দুই শিশু কতদিন থাকবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সেইসঙ্গে দুই শিশুর বাবা-মায়ের মুক্তি পেতে জামিনের জন্য আবারো আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন এই আইনজীবী ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button