রাজশাহী

হত্যা মামলা চাপা দিতে কাটাখালী থানার দৌড় ঝাপ নিয়ে- ভিডিও প্রতিবেদন

 স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর কাটাখালী থানা পুলিশের উপ পরিদশক এস আই আব্দুল হাকিমের হত্যা মামলা নিয়ে রহস্য জনক ভুমিকা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে এস আই হাকিম বিভিন্ন ভাবে অভিযুক্ত শহিদ কে সহযোগীতা করছেন মামলা থেকে বাচাতে।

 

জানা গেছে কাটাখালী থানার মহোনপুর হাজান পাড়া এলাকার আসলাম আলির মেয়ে মলি (২০) একই থানার নওদাপাড়া গ্রামের সফিকুলের ছেলে শহিদের সংগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে শহিদ মাঝে মধ্যেই মলিকে অত্যাচার করত। মলির পরিবার জানায় ১২ সেপ্টেম্বর শহিদ মলিকে নিয়ে হাজান পাড়া মলির বাবার বাড়িতে আসে।

আসার কিছুক্ষনের মধ্যেই তাদের বসার ঘরে ধস্তা ধস্তি শুরু হয় এরই এক পর্যায়ে শহিদ ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। মলির পরিবারের লোকজন ঘরে এসে দেখেন মলি মাটিতে লুটিয়ে পড়ে আছে তার পরিবার মলিকে হাসপাতালে নেওয়ার পথেই মলির মৃত্যু হয়।

চিকিৎসক জানিয়েছেন মুখে বিষ প্রবেশে মলির মৃত্যু হয়েছে। তবে পোষ্ট মর্টেম শেষেই বলা যাবে মৃত্যুর মুল কারন। তবে কাটাখালী থানার এস আই আব্দুল হাকিম কেন মৃত মলির শরিরের একাধিক আঘাতের চিহ্ন সুরত হালে উল্লেখ করেন নাই সেটিও রহস্য জনক।

শুধু তাইনয় অভিযুক্ত শহিদের বাবা সফিকুল কে নিয়ে এস আই আব্দুল হাকিম হাসপাতালের ফরেন্সি বিভাগে দৌড়ঝাপ করছেন বলেও বাদীর পরিবারের অভিযোগ।এই হাকিমের বিষয়ে আজ ১৭ সেপ্টেম্বর এডিসি মতিহার বিভাগের নিকট জানতে চাইলে তিনি জানান গত কাল ১৬ সেপ্টেম্বর ৩০৬ ধারায় থানায় মামলা নেওয়া হয়েছে। তবে এস আই হাকিম কেন সুরতহালে আঘাতের চিহ্ন উল্লেখ করলোনা সে বিষয়ে খোজ খবর নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button