বাগমারারাজশাহীরাজশাহী সংবাদ

বাগমারায় স্ত্রীর হাতে স্বামী খুনের মামলায় আসামী আটক

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের কোয়ালী পাড়ায় স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীর হাতে স্বামী খুন হয়। এ ঘটনার তিন মাস দশদিন পর অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আটককৃত চাম্পা বিবি ৩২ পার্শবর্তী গোবিন্দ পাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের মো: কাশেম আলীর মেয়ে। নিহত ব্যাক্তির নাম মো: হোসেন আলী ৩৫। সে কোয়ালী পাড়া গ্রামের মৃত: ছলিম উদ্দীনের ৩য় ছেলে।

গত প্রায় ১৮ বছর আগে অভিযুক্ত চম্পা বিবিকে নিহত হোসেন আলী বিয়ে করেন বলে পুলিশ তদন্ত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। বিবাহের পর থেকেই চাম্পা বিবি প্রতিবেশী ৩/৪ জন পুরুষের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। কিন্তু দূর্বল ও অসহায় হোসেন আলী সংসার ভেঙ্গে যাবার ভয়ে তাকে শাসন করলেও তালাক দেননি।

গত ২৯ জুন হোসেন আলী তার বাড়ির পার্শ্বে কোয়ালী পাড়া বাজারে সন্ধায় চা খেয়ে রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ৮ টার দিকে তার স্ত্রী চম্পা বিবি ঘরের ভিতরে গিয়ে দেখে যে তার স্বামী নড়াচড়া করছে না। এরপর তার প্রতিবেশীদের ডেকে আনেন। তারা এসে দেখে হোসেন আলী মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে চাম্পা বিবি। তার অসংলগ্ন কথাবার্তায় সন্ধেহ হলে চাম্পা বিবিকে থানায় নিয়ে যায় পুলিশ এবং ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোর নির্দেশ দেয়।

ঐ দিন বেলা তিনটার দিকে চাম্পা বিবিকে মৃত হোসেন আলীর বড় ভাই কাশেম আলী ও হাসান আলীর জিম্মায় ছেড়ে দেয়। এ দিকে ঘটনার প্রায় দুই মাস পর ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে এসে পৌছালে, পুলিশ অভিযুক্ত চাম্পা বিবিকে খুঁজতে থাকে, টের পেয়ে চাম্পা বিবি এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ দিকে নিহত হোসেন আলীর বড় ভাই হাসান আলী বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর’২১ বাগমারা থানায় চাম্পা বিবিকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে, আজ শনিবার ঢাকার শফিপুর এলাকার এক ভাড়াবাড়ি থেকে সকাল ৮ টার দিকে চাম্পা বিবিকে আটক করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা এস,আই আব্দুল মজিদ বলেন, ময়না তদন্তের রিপোর্ট এবং অভিযোগ পাওয়ার পর আমি এই মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীকে জিজ্ঞাসাবাদ করে অন্য কেউ যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাদেরকেও আটক করে আইনের আওতায় আনা হবে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অপরাধী চক্র যত বড় কিংবা শক্তিশালী হোক না কেন, কেউ ছাড় পাবেনা। আগামী কাল রবিবার চাম্পা বিবিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button