রাজশাহীরাজশাহী সংবাদ

শিক্ষার্থীদের আয়োজনে বইমেলায় উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদকঃ

স্কুল পড়ুয়া এক দল শিক্ষার্থীর আয়োজনে রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিত ভিন্নধর্মী বইমেলায় আগ্রহীদের উপচে পড়া ভিড়।


টাকা ছাড়াই মিলছে বই। চাইলে নিজের সংগ্রহের বইটিও মেলায় দেয়া যাবে। পছন্দ হলে যা অন্য কেউ নেবে।
নগরীর সিএন্ডবি মোড়ে বেলা ১১ টা থেকে আয়োজিত এই বইমেলায় কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আয়োজক সংগঠন ও পুলিশ প্রশাসনকে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত বইমেলাটি চলবে বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।


১০০ মিটারের দীর্ঘ লাইন পেরিয়ে বইমেলায় ঢুকতে হচ্ছে। একত্রে পাঁচজন করে প্রবেশ করানো হচ্ছে বই মেলার প্রাঙ্গণে। ছোট্ট পরিসরে আয়োজিত এই বইমেলায় ঢোকার পর ভোট দেয়ার মত আঙ্গুলে সিল লাগিয়ে দেয়া হচ্ছে। বইমেলায় একজন দর্শনার্থী একবারই প্রবেশ করতে পারছেন। অবশ্য আয়োজকদের দাবি, য়াতে সবাই প্রবেশের সুযোগ পায় সে কারণেই এই ব্যবস্থা।

 
লিটল ম্যাগাজিনের সংখ্যা বেশি থাকলেও বইমেলাটিতে রয়েছে নানা ধরনের প্রায় ১০ হাজার বই। মেলায় বই নিতে লাগবে না কোন টাকা। একজন দর্শনার্থী সর্বোচ্চ দুইটি বই নিতে পারবেন। ঠিক একই ভাবে কেউ চাইলে মেলায় এসে বই দিয়ে আয়োজকদের সহযোগিতা করতে পারবেন। মেলা শুরুর পর দুপুর পর্যন্ত প্রায় ৩ হাজার বই দর্শনার্থীরা মেলায় প্রদান করেছেন।


প্রযুক্তির মাত্রাতিরিক্ত আসক্তি থেকে আগামীর প্রজন্মকে বইমুখী করতে এই বইমেলা পথ দেখাবে বলে প্রত্যাশা সকলের।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button