রাজশাহীরাজশাহী সংবাদ

রাবিতে ৪৩তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

রাফিকুর রহমান লালুঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৩তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা আজ সোমবার থেকে শেখ কামাল স্টেডিয়ামে শুরু করা হয়েছে। এ দিন সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।
পরে উপাচার্য অংশ গ্রহণকারী খেলোয়াড়দের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। ২দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে ১৭টি হল টিমের প্রায় একশত পচাত্তর জন প্রতিযোগী অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণকারী হলের প্রাধ্যক্ষগণ নিজ নিজ দলের পতাকা উত্তোলন করেন। এরপর কৃতি খেলোয়াড় সোহান এবং তামান্না মশাল প্রজ্জ্বালন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, অ্যাথলেটিকস এন্ড অ্যাকুয়াটিকস সাব-কমিটির সভাপতি বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. সাহেদ জামান, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় বিভাগীয় সভাপতিবৃন্দ, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আছাদুজ্জামান সহ সংশ্লিষ্ট শিক্ষক এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আগামীকাল ২১ মার্চ মঙ্গলবার বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button