রাজশাহীরাজশাহী সংবাদস্লাইডার

রাজশাহী হরিপুরের ১৯৫টি শ্রমিক পরিবার এখনো পাইনি কোন ত্রাণ

মোঃ মুকুল হোসেন

সারা পৃথিবী আক্রান্ত করোনার ভয়াল দংশনে। পৃথিবীর মানুষ অস্থির বাঁচিবার স্লোগানে। সবার একই কথা কখন পৃথিবীটা হবে করোনামুক্ত। কখন পৃথিবীটা ফিরবে স্বরূপে।
করোনার নিশানায় পড়ে আমাদের সোনার বাংলাদেশটাও রয়েছে দুশ্চিন্তায়। সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করছে করোনার সাথে। দেশের জনগনও সরকারকে সহযোগিতা করছে পুরোদমে। সরকার থেকে বলা হয়েছে কোন মানুষকে না খেয়ে মরতে হবেনা। কথাটা সত্য।কারন বাংলাদেশে কোন শস্য ঘাটতি নেই। শস্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। তাছাড়া আমরা পেয়েছি শেখ হাসিনার মতো একজন দক্ষ মাঝি। তবে সবকিছুকে আড়াল করার চেষ্টায় লিপ্ত আছে সামান্য কিছু মানুষ।সামান্য কিছু অভিভাবক। যা শুনতে খারাপ লাগলেও পুরোটায় সত্য।
করোনা ভাইরাস জনিত কারনে লক ডাউন চলছে রাজশাহীতে।তাই সাভাবিকভাবেই স্বল্প আয়ের মানুষের ঘরে হানা দিয়েছে খাবার সংকট।তাদের কর্ম নেই, সরকারী অনুদানও নেই। তাহলে তারা যাবে কোথায়। কিভাবে তারা লক ডাউনকে শ্রদ্ধা করবে।
এমনি অভিযোগ উঠেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) দামকুড়া থানা কমিটির পক্ষ হতে। তাদের অভিযোগ অত্যন্ত বেদনাদায়ক। সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ ডলার আহমেদ ও কমিটির বুলবুল নামের আরও একজন অভিযোগ করেন তাদের কমিটিতে ১৯৫জন সদস্য এখন কর্ম না থাকায় কঠিন বিপদে আছেন। তারা আরো বলেন ১৯৫টি পারের সদস্য সংখ্য ৮৮৮জন। এখন পর্যন্ত কেউ তাদের খোঁজ খবর নেইনি। তাদের পরিবারগুলো ক্ষুধার জ্বালায় ছটপট করছে।
মুখ বুজে শুধুই কাঁদছে। সংগঠনটির সাধারণ সম্পাদক ডলার আহমেদ আরো বলেন সরকারী ত্রাণ কি আমরা পাবোনা? আমাদের পরিবারের মানুষগুলো কি না খেয়ে মরবে?প্রতিবেদকের কথার জবাবে ডলার আহমেদ বলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসানের সাথে তারা দ্যাখা করে তাদের দু:খের কথা জানিয়েছেন। তবে চেয়ারম্যান তাদেরকে পুরোটায় হতাশ করেছেন।
এই নিয়ে হরিপুর ইউনিয়নজুড়ে চলছে কথা চালাচালি। তারা খুঁজছে মুক্তির পথ।তারা এমনও বলছেন ক্ষুধার জ্বালা মেটাতে সংগঠনটি মানববন্ধনের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। বিষয়টি জানতে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসানের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। ১৯ এপ্রিল সকাল ৮টায় ১৯৫জনের স্বাক্ষর সহ প্রতিবেদক কবি মুকুল হোসেন এর নিকট তাদের অভিযোগ পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করেন। তারা বিষয়টি মাননীয় জেলা প্রশাসক মহোদয় রাজশাহীর সুদৃষ্টি কামনা সহ মানবিক সাহায্যের আবেদন করেন।
পাশাপাশি ১৯৫টি পরিবারের ৮০শতাংশই হরিপুর ইউনিয়নের বাসিন্দা হওয়ায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসানের সুচারু পদক্ষেপ আশা করেন। জাতীয় কবিতা মঞ্চ রাজশাহী জেলার সভাপতি,উত্তরবঙ্গ শিক্ষার্থী কল্যান পরিষদ রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক, দৈনিক রাজবার্তা পত্রিকার সাহিত্য সম্পাদক, বাংলাদেশ শিক্ষা সংবাদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, বিশিষ্ট কবি,সাহিত্যিক,সাংবাদিক ও কলামিস্ট মোঃ মুকুল হোসেন বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি কামনা করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button