রাজশাহীরাজশাহী সংবাদ

যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদকঃ

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রোববার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে গণমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ ছাড়া ডা. রাজুর নামে আনিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।  

অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি এবং নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান জনসংযোগ প্রশাসক।

এদিকে রাবি প্রশাসন ভবনের সামনে সকালে ডা. রাজু আহমেদকে বরখাস্তের দাবিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button