রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহী বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আবদুর রব

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদের সিনিয়র শিক্ষক শিবগঞ্জের কৃতিসন্তান মোহা. আব্দুর রব সিদ্দিকী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে স্কুল ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত (৩০ মে) সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

তিনি গভ. ল্যাবরেটরী হাইস্কুল রাজশাহী হতে ২০১৬ সালে রাজশাহী মহানগরে, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে ও ২০১৯ সালে পুনরায় গভ. ল্যাবরেটরী হাইস্কুল রাজশাহী হতে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে পুরস্কৃত হন। 

জানা যায়, ২০১৯ সালে দক্ষিণ কোরিয়া সরকারের আমন্ত্রণে দেগু মেট্রোপলিটন এডুকেশনের তত্ত্বাবধানে আইসিটি ট্রেনিং গ্রহণ করেন। ১৯৯২ সালে তিনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।

শিবগঞ্জ সরকারি মডেল স্কুলেও তিনি কর্মরত ছিলেন তিনি। কৃতি শিক্ষক শিবগঞ্জ উপজেলার মহদীপুর গ্রামের মরহুম নাসির উদ্দীনের ৪র্থ সন্তান মোহা. আব্দুর রব সিদ্দিকী। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button