রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে হাফ পাশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে হাফ পাশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ঠা ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় ছাত্র পরিষদের উদ্যোগে রাজশাহী জেলার সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষে কেন্দ্র পরিষদের ৯ দফা দাবিকে সমর্থন জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছাত্র পরিষদের রাজশাহী জেলা সভাপতি মোহাম্মদ আলী তোহা, যুব অধিকার পরিষদ নগর আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার  সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ এবং সেক্রেটারি মোঃ নাঈম প্রমুখ।

মানববন্ধন থেকে জানা গেছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা হয়ে পড়েছেন এবং সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে জিম্মি করে রেখেছে। অতিসত্বর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। শিক্ষার্থীদের হাফ পাশ চাই, শুধু ঢাকা শহর নয়, শিক্ষানগরী রাজশাহীতেও অবশ্যই হাফ পাশ কার্যকর করতে হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button