রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের রাজশাহীর সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকবৃন্দ।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এই সময় মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদের সঞ্চালনায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন,পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বুলবুল হাবিবের ওপর যখন হামলা করা হয়, তখন সেটা এটিএন নিউজে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

সুতরাং এই ঘটনায় যাদের সংশ্লিষ্টতা আছে সেটা নিয়ে আর অনুসন্ধানের অপেক্ষা রাখে না। এর বাস্তব চিত্র গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের কর্মকর্তাদের হাতে আছে। আমরা বিগত সময়ে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) যে সমস্ত অন্যায়-অনিয়মের চিত্র আমাদের গণমাধ্যমগুলোতে উপস্থাপন করেছি, এতে দেশের জনগণের একটি বাস্তব ধারণা আছে বিএমডিএর প্রতি।

তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। এসময় বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে অপসারণের দাবি জানান তিনি।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিএমডিএ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। আমরা আলোচনায় বসব। তবে আলোচনায় আমরা কোনো সমঝোতায় যাবো না। আমাদের সহকর্মীর উপর হামলার ঘটনায় যারা অভিযুক্ত আসামী, আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই এবং আমরা আমাদের দাবি আদায় করেই এই আন্দোলন কর্মসূচি সমাপ্ত করবো।

উক্ত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার, দৈনিক প্রথম আলোর রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক আনোয়ার আলী হিমু, ডিবিসি নিউজের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবসহ রাবিতে ক্রিয়াশীল তিন সাংবাদিক সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি এবং প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ। এসময় রাজশাহী শহর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য” গত ৫ সেপ্টেম্বর সকালে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল আটটায় অফিসে আসা নিয়ে টেলিভিশনে লাইভ চলাকালে হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলাম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button