রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে আম পাড়ার উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে চলতি মৌসুমে গুটিজাতের আম নামানো শুরুর মধ্য দিয়ে আম পাড়ার (ক্রয়-বিক্রয়) মহা উৎসব শুরু হয়েছে।

শুক্রবার ১৩ মে থেকে শুরু হয় গাছ থেকে আম নামানোর এই উৎসব। চলবে ২০ আগস্ট পর্যন্ত।চলতি মৌসুমে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির আমবাগানে গাছে গাছে ঝুলছে পরিপক্ক আম।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসনের এক সভায় বিভিন্ন জাতের আম নামানোর সময় নির্ধারণ করে দেয়া হয়। এরপর শুক্রবার গুটি জাতের আম নামানো শুরু হয়।রাজশাহী জেলা প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী তিন ধাপে গাছ থেকে আম নামাতে পারবেন চাষীরা।

এর মধ্যে, ২০ মে গোপালভোগ, ২৫ মে লক্ষনভোগ ও রাণিপছন্দ, ২৮ মে খিরসাপাত/হিমসাগর, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গোলমতী ও সর্বশেষ ২০ আগস্ট ইলমতি আম নামাতে পারবেন চাষিরা।শুক্রবার কাটাখালিতে গিয়ে দেখা যায় আলাল হোসেন নামে এক আমচাষী তারা নিজেদের বাগানের আম পাড়ার কাজ করছেন।

তার সাথে কথা হলে তিনি জানান, আমাদের বাগানে ভালো জাতের পাশাপাশি কিছু গুটি জাতের আম আছে সেগুলো পেকে যাবে সেই সব আম গুলো নামিয়ে নিচ্ছি। এবং এসব আম নিজেদের খাবারের পাশাপাশি বাজারে বিক্রি করবে বলে জানান।

আম বাজারজাত করন বিষয়ে রাজশাহী জেলা অতিরিক্ত প্রশাসক মুহাম্মদ শরিফুল হক বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবারে আমের বাজারজাতকরণে কোনো ধরনের সমস্যা হবে না।

উল্লেখ্য, রাজশাহীতে এবার ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিক টন (হেক্টরপ্রতি গড় ফলন ১১.৬০ মেট্রিকটন) আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সেই হিসাবে চলতি মৌসুমে রাজশাহীতে ৯০১ কোটি ৬৪ লাখ ২ হাজার ৮০ টাকার আমের ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button