রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীর ৩৬ বিউটিশিয়ান পেলেন ৯২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে রাজশাহীর ৩৬ জন পার্লার মালিক পেয়েছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৯২ লাখ টাকা আর্থিক প্রণোদনা। বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সম্মেলন ও গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) রাজশাহীর উপমহাব্যবস্থাপক জাফর বায়েজীদ এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি চাইনিজ রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাফর বায়েজীদ বলেন, বিসিক সব সময় বিউটিশিয়ান নারীদের পাশে আছে। করোনাকালে রাজশাহী বিসিক দুইদফায় প্রণোদনার ৫ কোটি টাকা পেয়েছে। এরমধ্যে ৩৬ জন বিউটিশিয়ানকে দেওয়া হয়েছে ৯২ লাখ টাকা। বিউটি পার্লারের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে ওঠার প্রশংসা করেন বিসিক কর্মকর্তা জাফর বায়েজীদ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন অব রাজশাহীর সভাপতি রুকসানা হুদা ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন, বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কানিজ আলমাস খান, উপদেষ্টা নাসরিন হুদা ও ওয়াহিদা খানম লিপি, সংগঠনের সহ-সভাপতি নিলোফার খন্দকার ও গীতি বিল্লাহ, নির্বাহী সদস্য রাজিয়া সুলতানা, মুসলিম গ্রুপের চেয়ারম্যান মাসুম সরকার এবং কাজী কামরুল ইসলাম ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button