রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশহীতে এই প্রথম কিটিক্যাট নামক বিড়ালের জন্য একটি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ

প্রাণী জগতের প্রতি ভালোবাসার থেকে শুরু হয়েছে রাজশাহী মহানগরীতে নাদিম আদনান শামস এর একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান কিটিক্যাট।

গত ১২ ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু করেছেন।রাজশাহীর রাজপাড়া থানাধীন বহরমপুরে এই প্রথম কিটিক্যাট নামক বিড়ালের জন্য একটি প্রতিষ্ঠান করা হয়েছে।কিটিক্যাট মূলতে একটি ফস্টার হোম।যারা বিড়াল পালন করেন তাঁরা যে কোন সময়ে তাঁদের বিড়ালটিকে সাময়িক সময়ের জন্য সার্ভিস চার্জ প্রদানের মাধ্যমে রেখে যেতে পারবেন।

এখানে অতিথি বিড়ালদের জন্য রয়েছে আলাদা আলাদা সুপ্রসস্থ খাঁচা ,ইনডোর প্লেগ্রাউন্ড, আউটডোর প্লেগ্রাউন্ড, এবং ২৪ ঘন্টা খোলা রাখা হয়। বিড়ালের খাবারের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন প্যাকেজ অফার,এখানে পাওয়া যাবে অত্যন্ত সুলভ মূল্যে সেবা।

এখানে বিড়ালের ঔষধ খাবার ও ডাক্তারি সেবা প্রদান করা হয়। বিড়ারলর জন্য হরেক রকমের খেলনা আর প্রয়োজনীয় এক্সেসরিজ পাওয়া যায়।বিড়ালকে ভালোবেসে এই পথ চলা শুরু। প্রাণি জগতের অতি প্রিয় একটি প্রাণী বিড়াল।

বিড়ালকে ভালোবাসে না এমন মানুষ খুবকম দেখা যায়। আর এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে নাদিম আদনান শামস এর একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান কিটিক্যাট

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button