দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদ

দুর্গাপুরে বাইসাইকেল ও বৃত্তির চেক পেল আদিবাসী শিক্ষার্থীরা

রাজশাহীর দুর্গাপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন শীর্ষক কর্মসূচির আওতায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৯ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম পর্যায়ে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর প্রত্যককে ২৫০০ টাকা, দ্বিতীয় পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীরা প্রত্যেককে ৬০০০ টাকা, তৃতীয় পর্যায়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৯০০০ টাকার শিক্ষাবৃত্তির চেক ও ২ জন আদিবাসী ছাত্রীকে বাইসাইকেল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফসার আলী সাঁঈ উপজেলা টেকনিশিয়ান আমিনুল ইসলাম সহ উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দ অনেকেই।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন, সমাজে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সহায়তা দিয়েছেন। এছাড়াও আদিবাসী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button