নওগাঁরাজশাহী

ভিক্ষুকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে এক ভিক্ষুকের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে ওই পরিবার খোলা আকাশের নিচে বাস করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুষ্ট বিচারের দাবিতে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লখাই মন্ডলের ছেলে গোলাপজল হোসেন বলেন, রূপনারায়নপুর মৌজার ৮৭ শতাংশ জমি আমার নানীর কাছ থেকে আমার মা পেয়েছে। সেই জমিতে আমরা বসতবাড়ি তৈরি করে প্রায় ৩৫ বছর ধরে বসবাস করছি। কিন্ত গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কোকিল গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুনুর রশীদ পবন ওই জমি নিজের দাবি করে তার নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন মুখোশধারী বাড়িতে আক্রমণ চালায়। তাদের আক্রমণে বসতবাড়ির মাটির ঘর ও প্রাচীর ভেঙ্গে গেছে। এ ছাড়া ঘরে রক্ষিত চালের ড্রাম, থালা বাসন, কাপড় চোপড়, ঘরের ঢেউটিন, টিউবওয়েল এবং নগদ প্রায় ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় দুর্বৃত্তরা প্রতিবেশীদের বাড়ির দরজায় শিকল দিয়ে বাহির থেকে বন্ধ করে দেয়। ফলে প্রতিবেশিরা বাড়ীঘর ভাংচুর করার সময় এগিয়ে আসতে পারেনি।

প্রতিবেশী ফাতেমা বেগম ও মোশারফ হোসেন বলেন, লখাই মন্ডল সারাদিন ভিক্ষা করে সংসার চালায়। অনেক কষ্ট করে মাটির দুটি ঘর নির্মাণ করেছিল। বর্তমানে ওই পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

ভিক্ষুক লখাই মন্ডলের বাড়ীঘর ভাংচুরের বিষয়টি অস্বীকার করে মামুনুর রশীদ পবন জানান, বিগত ২০১৬ সালের ২৮ ডিসেম্বর তারিখে শল্পী বাজারের জগদীশ রবিদাসের নিকট থেকে ১একর ৭৪ শতাংশ জমি তিনি ক্রয় করেন। ধামইরহাট সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন হয়। যার দলিল নিবন্ধন নং-৫২৬৪। বর্তমানে লখাই মন্ডল ৫-৬ শতাংশ জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে। বাকী অংশটুকু আমার ভোগ দখলে রয়েছে। তবে তিনিও বিষয়টির সুষ্ট সমাধান চান। মামুনুর রশীদ পবন স্থানীয় জাহানপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে লখাই মন্ডলের ছেলে গোলাপজল হোসেন বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button