নাটোররাজশাহীসংবাদ সারাদেশ

সিংড়ায় ক্যান্সার ডায়াবেটিক ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক এমপি

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগীদের মাঝে চেক বিতরণ এবং ডায়বেটিক ও জিম ভবন উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সংস্কারকৃত এই ডায়াবেটিক ভবন উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী মহোদয়ের নিজস্ব অর্থায়নে সংস্কারকৃত ওই জিম ভবনে অত্যাধুনিক সরঞ্জামও প্রদান করা হয়। এর আগে প্রতিমন্ত্রী দিনব্যাপী নানা কর্মকান্ডে উপস্থিত ছিলেন। তিনি উপজেলা কোর্ট মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৮ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড ও জন্মগত হৃদরোগসহ নানা জটিল রোগীদের মাঝে ১৪ লাখ টাকার চেক বিতরণ করেন। এছাড়া সিংড়া পৌরসভা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ কর্মসুচির আওতায় শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তিনি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন।

এসব অনুষ্ঠানে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button