বাঘারাজশাহী

ধর্ষণে জন্ম নেয়া সেই শিশুর দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

বাঘা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় ধর্ষণের শিকার হওয়া এক নারীর গর্ভে জন্ম নেয়া নবজাতক শিশুর দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। শুক্রবার (৫ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় ওই নারীর বাড়িতে গিয়ে শিশুকে কোলে নিয়ে আদর ও আর্শিবাদ করেন।

জানা যায়, ওই নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। তারপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে প্রতিবেশী মুদি দোকানদার বাদশা আলম। এক পর্যায় তিনি অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর বাঘা থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী। বিষয়টি জানার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অসহায় ওই নারীর মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শিশুর লালন পালনসহ সকল ব্যয় বহন করেন তিনি।

এদিকে গত ২৫ দিন পূর্বে ওই নারীর গর্ভ থেকে একটি পুত্র শিশু ভূমিষ্ঠ হয়। ওই শিশুর নাম রাখা হয় রাসেল। সেই রাসেলকে শুক্রবার সন্ধ্যায় কোলে নিয়ে দোয়া ও আর্শিবাদ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তারপর শিশুর মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, সকল ইউপি চেয়ারম্যানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা জানান, ভুক্তভোগী ওই নারীর খবরটি শোনার পর আমি সেখানে ছুটে যাই এবং থানায় মামলা দেয়ার ব্যবস্থা করি। তারপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বিষয়টি অবগত করার পর তাৎক্ষিক ব্যবস্থা নেয়ার দায়িত্ব দেন বলে জানা যায়।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button