রাজশাহীরাজশাহী সংবাদ

প্রধানমন্ত্রীকে হুমকি দাতা চাঁদের শাস্তির দাবীতে রুয়েটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দাতা আবু সাঈদ চাঁদের দ্রুত বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। আজ শনিবার (২৭ মে) রুয়েটের প্রধান ফটকে দুপুর ১২ টায় এই মানববন্ধন করা হয়। এতে অংশ নেন রুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি,বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, রুয়েট শাখা ছাত্রলীগ, কর্মচারী সমিতি, স্বাধীনতা কর্মচারী পরিষদ নেতৃবৃন্দ সহ রুয়েটের সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন কর্ম সূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলী হোসেন, বঙ্গবন্ধু পরিষদ রুয়েট শাখার সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন, কর্মকর্তা সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান রোকন, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু, কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ নেতা প্রকৌশলী মামুন অর রশিদ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ, স্বাধীনতা কর্মচারী পরিষদ নেতা রাজেদুল হাসান রাজ, রুয়েট শাখা ছাত্রলীগ নেতা মুরশালিনুর রহমান অনন্ত ও মুহতাসিম চৌধুরী মুনিম। মানববন্ধন কর্ম সূচিটি সঞ্চালনা করেন কর্মকর্তা সমিতির দপ্তর সম্পাদক প্রকৌশলী রাইসুল ইসলাম রোজ।

মানববন্ধন কর্ম সূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন, জিসিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমুর রহমান, ত ও ই কৌশর বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামিম আনোয়ার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আল মামুন, এমএসসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহেদ হাসান খান তুষার,প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এন.এইচ.এম. কামরুজ্জামান সরকার, এমটিই বিভাগের বিভাগীয় ড. সজল কুমার দাস, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রুয়েটের প্রধান প্রকৌশলী শাহাদাৎ হোসেন,পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদ আরিফ খান চৌধুরী, চীফ মেডিকেল অফিসার ডা. মোকসেদ আলী, কম্পট্রোলার (ভারপ্রাপ্ত) শেখ ফয়ছাল আরেফিন, রুয়েট অধিকতর উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌশলী অমিত রায় চৌধুরী সহ বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্ম সূচিতে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দাতা আবু সাঈদ চাঁদ-এর দ্রুত তম সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button